ডিমলায় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন
বাসুদেব রায়, স্টাফ করেসপনডেন্ট, ডিমলা, নীলফামারী : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।
১০ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং বে-সরকারী সংস্থা ইএসডিও এর সহযোগিতায় উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার-এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স-এর ফায়ার ফাইটার শেখ রিয়াজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমা ইয়াসমিন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইএসডিও-এর এরিয়া ম্যানাজার আব্দুল গনি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুধিজন।