ডিমলায় ঢেউটিন ও চেক বিতরণ
বাসুদেব রায়, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
আজ ১৯ মে (রবিবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ইউএনও উম্মে সালমার সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১শত জনের মাঝে ২ বান করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী প্রমুখ।