ডিমলায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
বাসুদেব রায়, স্টাফ করেসপনডেন্ট, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল (সোমবার) শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানান যায়, এ নির্বাচনে ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন।
এরই মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আব্দুর রহমান, ফেরদৌস পারভেজ, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও আনোয়ারুল হক সরকার মিন্টু।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বপন ইসলাম, মোফাক্কারুল ইসলাম (পেলব), হামিদার রহমান, উত্তম কুমার রায়, মো: আবু সাঈদ, নীরেন্দ্র নাথ রায় ও সুজয় চন্দ্র রায়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আয়েশা সিদ্দিকা, পারুল বেগম ও জাহানারা বেগম।
এ বিষয় উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার সংবাদকর্মীদের বলেন, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে সেই সাথে সকল প্রার্থীকে নির্বাচনী আচনবিধি মেনে চলার জন্য বলেন।