ডিমলায় আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
[নীলফামারী] ৯ অক্টোবর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ট্রাস্ট।
আজ ৯ অক্টোবর (বুধবার) দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদ মাঠে পূর্ব ছাতনাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৫ শতাধিক পানিবন্দি প্রতিটি পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, খেজুর ৫০০ গ্রাম, তেল- ১ কেজি, লবন ৫০০ গ্রাম, বিস্কুট ৪ প্যাকেট, পানি ৩ লিটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২০টি, মোমবাতি ৫টি, মশার কয়েল ১টি, গ্যাস লাইট ১টি, খাবার স্যালাইন ৫টি, গ্যাসের ঔষধ ১ পাতা, প্যারাসিটেমল নাপা ১ পাতা বিতরণ করেন তারা।
বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুন্নাতে উদ্ভাসিত জীবনের আস-সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ পুত্র আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খোন্দকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন-স্থানীয় এনজিও CADAM (কদম) নীলফামারীর নির্বাহী পরিচালক মো: আখতারুজ্জামান, কো-অর্ডিনেটর মো: নুরুল আমিন, পূর্ব ছাতনাই ইউ.পি সচিব আনিছুর রহমান, সহকারী ইউ.পি সচিব মো: সুজন ইসলাম, ইউ.পি সদস্য বদিউজ্জামান, মনোয়ার হোসেন, মইনুদ্দিন, জাহিদুল ইসলাম, গ্রাম পুলিশ,আস-সুন্নাহ ট্রাস্টের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধিজন।
বক্তরা বলেন- মানুষ মানুষের জন্য বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।