বুলেটিন নিউজমফস্বল সংবাদ

ডিমলায় আলোচিত ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বাসুদেব রায়, ডিমলা, নীলফামারী :  নীলফামারীর ডিমলায় আলোচিত (৮) বছরের সেই শিশু ধর্ষণ মামলার আসামীকে ২৩ দিন  পরে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী এর একটি চৌকস দল।
আজ ৯ জুন (রবিবার) সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে আসামী মমিনুর রহমান (২৮) কে গ্রেফতার করে।

পরবর্তিতে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায়-এর নিকট আসামীকে হস্তান্তর করা হয়।
ঘটনার বিবরণ জানা যায়, গত (১৭ মে, ২০২৪) উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী (মাষ্টারপাড়া) গ্রামের সোহেল রানা ওরফে মিলনের (৮) বছরের নাবালিকা শিশুকন্যা ও পন্ডিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রীকে একই এলাকার আতোয়ার রহমানের বিবাহিত ছেলে এক সন্তানের জনক মোঃ মমিনুর রহমান (২৮) জোর পূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিতার চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় দুইদিন পর শিশুকন্যাটির পিতা সোহেল রানা ওরফে মিলন মোঃ মমিনুর রহমানকে আসামী করে ডিমলা থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং-২০, তারিখ- ১৯ মে ২০২৪।  পরবর্তিতে আসামী মমিনুর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।
এ বিষয় র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার পর হতেই র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল তথ্য সংগ্রহ ও আসামীকে গ্রেপ্তারের কাজ করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিম করে  বলেন, অভিযোগের ভিত্তিতে এজাহার নামীয় আসামী মমিনুর রহমানকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব ১৩-এর একটি চৌকস টিম জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে তাকে গ্রেফতার করে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments