ক্রীড়া জগৎবুলেটিন নিউজমফস্বল সংবাদ

ডিমলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন, ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী।

১৮ জানুয়ারি (শনিবার) রাতে ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক উপজেলা যুবদলের সদস্য সচিব ও ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশিক-উল ইসলাম লেমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাবেক সদস্য ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা।
অন্যান্যদের মধ্যে ছিলেন- জনতা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, খগাখড়িবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক হাফিজুর রহমান মানিক প্রমুখ।

টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে বলে জানা যায়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments