বুলেটিন নিউজমফস্বল সংবাদ

ডিমলায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে আটক ৪

[নীলফামারী] ২২ অক্টোবর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার গভীর রাতে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ান-(৫১) বিজিবির টহল দল।  আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের  শম্ভু দত্র মৌলিকের পুত্র আনন্দ দত্র মৌলিক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১),  কিসামত বসিয়ান  পাড়ার ডালিম চন্দ্র  রায়ের পুত্র শংকর রায়  (১৮) ও পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের পুত্র উত্তম রায় (১৯)।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী’র সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি একটি টহল দল ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments