বুলেটিন নিউজমফস্বল সংবাদ

জয়পুরহাট ডিসির উদ্যোগে লটারির মাধ্যমে বদলি 

নিরেন দাস, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট : ইউনিয়ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ পুরনো। ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারীরা (তহশিলদার) দীর্ঘদিন এক স্থানে কর্মরত থাকলে এই অভিযোগের পাল্লা আরও ভারী হয়। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেতে নানারকম অনৈতিক পন্থা নেওয়ার অভিযোগও মাঝে মাঝে ওঠে। সেই অভিযোগ থেকে পরিত্রাণ পেতে স্বচ্ছতার নজীর স্থাপন করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
তার উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন একই কর্মস্থলে তিন বছরের ঊর্ধ্বে পদায়িত আছেন এমন ১৮ (আঠারো) জন ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তাদের প্রকাশ্যে লটারির মাধ্যমে বদলি করেছে।
জেলায় এই প্রথম সরকারি কোনো কর্মচারীদের লটারির মাধ্যমে বদলি করা হলো। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মকর্তাদের বদলি লটারি  অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রেজা আরেফিন বলেন, লটারির মাধ্যমে বদলি এই প্রথম দেখলাম। এর আগে আমার চাকরির জীবনে এই রকম উদ্যোগ দেখিনি। জেলা প্রশাসক স্যারকে অনেক ধন্যবাদ।
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোবিন্দ দাস বলেন, ক্ষেতলাল সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলাম বর্তমানে লটারির মাধ্যমে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি হলাম। জেলা প্রশাসক স্যারের ব্যতিক্রম উদ্যোগ অনেক ভালো লেগেছে।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, দক্ষতা, জনগণের প্রতি সেবা প্রদানের মানসিকতা এসবের ভিত্তিতে অংশীজনদের মতামত নিয়ে প্রকাশ্যে লটারি করে নানা তদবির উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, জয়পুরহাট ভূমি রাজস্ব প্রশাসনে এরূপ বদলি একটি নজীর। এতে ভূমি অফিসের কাজে অধিকতর স্বচ্ছতা আসবে।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments