জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সিনিয়র স্টাফ করেসপনডেন্ট : জয়পুরহাটে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, জেলা বিচার বিভাগ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রসাশক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন হয়।