বুলেটিন নিউজমফস্বল সংবাদ

জয়পুরহাটে দ্বিতীয় ধাপে দুই উপজেলায় ৩০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিরেন দাস, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট : দেশের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় ১১ চেয়ারম্যান প্রার্থীসহ ৩০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই দুই উপজেলায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুরে আলম (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।
জানা যায়, সদর উপজেলায় ৫ চেয়ারম্যান, ৭ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান এবং পাঁচবিবি উপজেলায় ৬ চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান বরাদ্দকৃত প্রতীক বুঝে নেন।
জয়পুরহাট সদর কে কোন প্রতীক: চেয়ারম্যান পদে এ ইএম মাসুদ রেজা আনারস প্রতীক, খাজা শামসুল আল আমিন দোয়াত কলম প্রতীক, আনোয়ার হোসেন ঘোড়া প্রতীক, আমিনুল ইসলাম মাসুদ কাপ পিরিচ প্রতীক, হাসানুজ্জামান মিঠু মটরসাইকেল প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে অশোক কুমার ঠাকুর টিউবয়েল প্রতীক, উজ্জ্বল মিনজি টিয়া পাখি প্রতীক, জাকারিয়া মন্ডল বৈদ্যুতিক বাল্ব প্রতীক, মুনছুর রহমান মাইক প্রতীক, শামীম আহম্মেদ উড়োজাহাজ প্রতীক, সিএম আফরাঈম কাবীর তালা প্রতীক, আলী আকবর মো. ইজাহারুল ইসলাম ডাবলু চশমা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা রহমান বিথী ফুটবল প্রতীক, আছমা বিবি হাঁস প্রতীক, নাছিমা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক, রুমানা পারভীন কলস প্রতীক পেয়েছেন।
পাঁচবিবি কে কোন প্রতীক: চেয়ারম্যান পদে আবু বক্কর সিদ্দিক আনারস প্রতীক, জাহিদুল আলম কৈ মাছ প্রতীক, মনিরুল শহীদ মন্ডল মটর সাইকেল প্রতীক, সোহরাব হোসেন দোয়াত কলম প্রতীক, সাঈদ জাফর চৌধুরী টেলিফোন প্রতীক, সাবেকুন নাহার ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ওয়াহিদুজ্জামান চৌধুরী চশমা প্রতীক, আকরাম হোসেন তালুকদার তালা প্রতীক, খালেকুল ইসলাম টিউবওয়েল প্রতীক, ফরহাদ আলম উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তামান্না বেগম প্রজাপতি প্রতীক, রাজিনারা টুনি বৈদ‍্যুতিক পাখা প্রতীক, রেবেকা সুলতানা ফুটবল প্রতীক, মৌসুমী আক্তার ফুলের টপ প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে, আর ১ শত ৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ শে মে।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments