জেলা সভাপতির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার
এস কে আশিক মিয়া, স্টাফ রিপোর্টার : কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের ওপর দুর্বৃত্তের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
শুক্রবার (৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ মার্চ) কুমিল্লার চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী আয়োজিত আলোচনা সভা শেষে ফেরার পথে চান্দিনা-রামমোহন সড়কের সাবরেজিস্ট্রি অফিসের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। হামলায় ম. রুহুল আমিন, তাঁর ব্যক্তিগত সহকারী আজম খান, গাড়ি চালক জমির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব আহত হন। এ সময় সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ম. রুহুল আমিন মুরাদনগর উপজেলার সাবেক এমপি ডা. ওয়ালি আহমেদের ছেলে।