জেএসডি জামালপুর জেলা শাখার উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
[জামালপুর] ১ নভেম্বর , ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগণ একহও, এই শ্লোগানকে সামনে রেখে, ৭১’র মুক্তিযুদ্ধের চেতনা, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণ করতে, রাষ্ট্র সংস্কার দ্বি-কক্ষ সংসদ, ৯টি প্রদেশ, ফেডারেল রাষ্ট্র ও জাতীয় সরকার গঠন, ঔপনিবেশিক ব্যাবস্থার উচ্ছেদ, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রুপান্তরের লক্ষ্যে এ সরকারের প্রতি বাস্তবায়ন করার দাবী জানিয়ে, স্বাধীন বাংলাদেশে প্রথম গড়ে উঠা, ত্যাগ ও সাহসী সংগ্রামের প্রতিবাদী রাজনৈতিক সংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেএসডি জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে স্থানীয় শহরের সকাল বাজারস্থ জেএসডি’র দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ, জেএসসি’র উপদেষ্টা লেখক ও গবেষক মশিউল আলম বাবুল, সহ-সভাপতি হাফিজুর রহমান মাস্টার, সাংবাদিক আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, দেওয়ান আব্দুল মালেক, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্র জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আবুল বাশার, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বাদল তরফদার, ভাসানী অনুসারী পরিষদের নেতা সোহেল রানা ও ইতি রাণী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।