জীবিকার খোঁজে
রোদে পুড়ে সারাদিন পথও চলি প্রতিদিন,
ক্লান্ত দুটি পায়ে অসাধ্য পরিশ্রমে,
পথও চলি জীবনের সামান্য জীবিকার খোঁজে।
দূর থেকে “মা” যেন সবই বোঝে,
“মা” আমায় বড় বেশী ভালোবাসে।
সময় মতো হয় না খাওয়া হয় না ঘুমানো,
সময় মতো হয় না গোসল দাঁড়ি কামানো।
দূর থেকে “মা” যেন সবই বোঝে,
“মা” আমায় বড় বেশী ভালোবাসে।
সময় মতো সময়টাকে যায় না বাধানো
সময় মত সময়টাকে হয় না গোছানো।
দূর থেকে “মা” যেন সবই বোঝে,
“মা” আমায় বড় বেশী ভালোবাসে।
[লেখক : বঙ্গকবি রায়হান; ০৪/০৩/২০২০]