বুলেটিন নিউজমফস্বল সংবাদহিন্দু ধর্ম

জামালপুরে শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দিরের ৩২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

[জামালপুর] ১ নভেম্ববর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : জামালপুরে শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দিরের ৩২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে স্থানীয় শহরের দয়াময়ী মোড় অবস্থিত শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দিরে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন।

শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ চপলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষীকান্ত পন্ডিত, জামালপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম প্রমুখ।

আলোচনা সভা শেষে দুই শতাধিক সকল ধর্মাবলম্বী মহিলাদের মাঝে বস্ত্রদান। বিভিন্ন স্কুল ও কলেজের ৩১জন শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, ঢাক বাজানো, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments