আন্তর্জাতিক সংবাদ

জাপান ও ভিয়েতনামের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠকে ওয়াং ই

আন্তর্জাতিক ডেস্ক : সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই গত (মঙ্গলবার) বেইজিংয়ে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মরিয়ামা হিরোশি এবং কোমেইতো পার্টির মহাসচিব মিনোরু নিশিদা নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং ভিয়েতনামের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন নগুয়েনের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

জাপানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় ওয়াং ই বলেন, গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সাক্ষাৎ করেন। দু’নেতা চীন-জাপান কৌশলগত পারস্পরিক উপকারী সম্পর্ককে ব্যাপকভাবে এগিয়ে নেওয়া এবং নতুন যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চীন-জাপান সম্পর্ক গঠনের জন্য নিজেদের নিবেদিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেন। বর্তমানে চীন-জাপান সম্পর্ক উন্নতি ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগের মুখোমুখি। আশা করা হচ্ছে যে, উভয়পক্ষই ক্ষমতাসীন দলের বিনিময় ব্যবস্থার প্ল্যাটফর্মের সদ্ব্যবহার করবে এবং চীন-জাপান সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

জাপানের প্রতিনিধি দল বলেছে, জাপান দুই দেশের নেতাদের মধ্যে সম্পাদিত ঐকমত্য বাস্তবায়ন, ক্ষমতাসীন দলের মধ্যে সংলাপ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার সুনির্দিষ্ট ফলাফল প্রচারের জন্য চীনা পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।

ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ওয়াং ই বলেন, এ বছর চীন ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং সাংস্কৃতিক বিনিময়ের বছর। চীন ভিয়েতনামের সাথে উচ্চ-স্তরের বিনিময় জোরদার করতে, কৌশলগত পারস্পরিক আস্থা গভীর করতে এবং অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনকে একটি নতুন স্তরে নিয়ে যেতে ইচ্ছুক।

নগুয়েন মিন নগুয়েন বলেন, ভিয়েতনাম সবসময় চীনের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার এবং কৌশলগত পছন্দ হিসেবে বিবেচনা করে আসছে এবং অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে আরও বাস্তব অগ্রগতি অর্জনের জন্য চীনের সাথে কাজ করতে ইচ্ছুক। উল্লেখ্য, চীন ও ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম কৌশলগত পরামর্শে যোগ দেয়ার জন্য চীন সফরে আসেন ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: রুবি-হাশিম-সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments