জাতীয় শিশু-কিশোর ও যুবনাট্যোৎসবের আর বাকি ৩ দিন
বিনোদন প্রতিবেদক : ১০ হাজার শিশুর মিলনমেলায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আগত নাট্যদলের বৈচিত্র্যময় পরিবেশনায় জমে ওঠেছে ‘পঞ্চদশ জাতীয় শিশু- কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন-এর যৌথ আয়োজন-শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে এই উৎসব চলছে একযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৩ টি মিলনায়তনে।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ৬ টায় শ্যামল মিত্র রচনা, শামিমা নাসরিন নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ঝালকাঠি-এর পরিবেশনায় ‘ভাষণ দাদা’ নাটক মঞ্চস্থ হয়।
সন্ধ্যা ৭ টায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, সুপিন বর্মণ নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি, বগুড়া-এর পরিবেশনায় ‘ডাকঘর’ নাটক মঞ্চস্থ হয় ।
রাত ৮ টায় পিপল্স লিটল থিয়েটার, ঢাকার পরিবেশনায় ‘বুলিং বুলিং’ নাটক মঞ্চস্থ হয় ।
স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬ টায় আমিনুল আশরাফ ও তাহরিমা আরাফাত প্রিয়াঙ্কার নির্দেশনায় এবং কাদামাটি, ঢাকা-এর পরিবেশনায় ‘আত্মত্যাগের পরিচয়’ নাটক মঞ্চস্থ হয়।
রাত ৭ টায় রহিম আব্দুর রহিম নাট্যকার ও নির্দেশনায় এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, পঞ্চগড়-এর পরিবেশনায় ‘পশুর বয়ান’ নাটক মঞ্চস্থ হয়।

রাত ৮ টায় এস এম সোলায়মান-এর রচনা, তাপস ভট্টাচার্য্য নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি, পিরোজপুর-এর পরিবেশনায় ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’ নাটক অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬ টায় হুমায়ন আহমেদ-এর রচনা, মো: রুবেল হোসেন-এর নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা-এর পরিবেশনায় ‘স্মৃতিচিহ্ন’ নাটক মঞ্চস্থ হয়।
সন্ধ্যা ৭ টায় মো: কামাল হোসাইন এর নাট্যরূপ, নূর হোসেন রানা নির্দেশনায় এবং জেনেসিস থিয়েটার, ঢাকা-এর পরিবেশনায় ‘সকাল বেলার পাখি’ নাটক মঞ্চস্থ হয়।
এছাড়াও বিকাল ২.৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিভিন্ন জেলা থেকে আগত নাট্যদলগুলো আনুষ্ঠানিক স্বাগত জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমারা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে শিল্পের সকল শাখার সমন্বয়ে বৈচিত্র্যময় ও সাংস্কৃতিক প্রভাব সৃষ্টিকারী কর্মসূচিগুলো দেশব্যাপী বাস্তবায়ন করছে বাংলাদশে শিল্পকলা একাডেমি। দেশের কাঙ্খিত সামগ্রিক উন্নয়নের টেকসই রূপায়নে সকল শ্রেণী, সম্প্রদায়ের শিশু-কিশোর ও যুবকদের সম্পৃক্ত এবং অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপ্লস থিয়েটার এসোসিয়েশন যৌথভাবে দেশের শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪’ আয়োজন করেছে। এই উৎসবে জেলা শিল্পকলা একাডেমির ৬৪টি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের সদস্য সংগঠনের ৩৬টি প্রযোজনা মঞ্চস্থ হবে।
২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪টি মিলনায়তনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪ মিলনায়তনে প্রদর্শিত ১০০ শিশুতোষ নাটক সকলের জন্য উন্মুক্ত রয়েছে।
১ মার্চ নাটক অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তন বাল্মিকী প্রতিভা।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘খুকির শিক্ষা সফর’, ‘মায়া কানন’, ‘লাঠিয়াল’ এবং দেল্লাখের গল্প ।
স্টুডিও থিয়েটার হলে ‘নীল পাখি’, ‘কাবুলিওয়ালা’ এবং ‘মন ঘুঁড়ি’।
সংগীত ও নৃত্যকলা মিলনায়তন- ‘নীল কমল আর লাল কমন’, ‘একটি শীতের রাত্রি’, ‘অবাক জলপাই’ এবং বাংলার মুখ।