জাতীয় রপ্তানিতে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মত ট্রপি পেলেন -রিমা
আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফের স্ত্রী মিসেস কানিজ ফাতেমা রীমা জাতীয় রপ্তানিতে বিশেষ অবদানের জন্য টানা চতুর্থবারের মতো জাতীয় রপ্তানি ট্রপি (ব্রোঞ্জ) ও সনদ সম্মাননা পেলেন।
আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ব্যুরোর বাণিজ্যি মন্ত্রণালয় জাতীয় রপ্তানি ট্রপি ২০২১-২০২২-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রপি প্রদান করেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা.সেলিম, এফবিসিসিআই-এর সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
কানিজ ফাতেমা রীমা ৪র্থ বারের মত এই ট্রপি পাওয়ায় তাকে অভিনন্দন জানান চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো.হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, নোয়াখালী চেম্বার অপ কমার্সের পরিচালক চাটখিল ফাউন্ডেশনের এম মাসুদ পাটোয়ারী, বাংলাদেশ সাংবাদিক সমিতি চাটখিল উপজেলা শাখার সভাপতি জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক মনির হোসেন বি.এসসি, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মো.তুষার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন সহ সাংবাদিক নেত্রীবৃন্দ।