কভারেজ নিউজমফস্বল সংবাদস্থানীয় সংবাদ

জাতীয় নাগরিক কমিটি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে

[ঢাকা] ০৮ সেপ্টেম্বর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ নামের এক প্ল্যাটফর্ম ঘোষণা করা হয় আজ  ৮ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা করা হয়।

মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছে,  ১. আহ্বায়ক- মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ২. সদস্য সচিব- আখতার হোসেন ৩. মুখপাত্র- সামান্তা শারমিন ৪. আরিফুল ইসলাম আদীব ৫. সাইফ মোস্তাফিজ ৬. মনিরা শারমিন ৭. নাহিদা সারোয়ার চৌধুরি ৮. সারোয়ার তুষার ৯. মুতাসিম বিল্লাহ ১০. আশরাফ উদ্দিন মাহদি ১১. আলাউদ্দিন মোহাম্মদ ১২. অনিক রায় ১৩. জাবেদ রাসিন ১৪. মো. নিজাম উদ্দিন ১৫. সাবহানাজ রশীদ দিয়া ১৬. প্রাঞ্জল কস্তা. ১৭. মঈনুল ইসলাম তুহিন. ১৮. আব্দুল্লাহ আল আমিন ১৯. হুযাইফা ইবনে ওমর ২০. শ্রবণা শফিক দীপ্তি ২১. সায়ক চাকমা ২২. সানজিদা রহমান তুলি ২৩. আবু রায়হান খান ২৪. মাহমুদা আলম মিতু ২৫. অলিক মৃ ২৬. সাগুফতা বুশরা মিশমা ২৭. সৈয়দ হাসান ইমতিয়াজ ২৮. তাসনিম জারা ২৯. মোহাম্মদ মিরাজ মিয়া ৩০. মো. আজহার উদ্দিন অনিক ৩১. মো. মেসবাহ কামাল ৩২. আতাউল্লাহ ৩৩. এস. এম. শাহরিয়ার ৩৪. মানজুর-আল-মতিন ৩৫. প্রীতম দাশ ৩৬. তাজনুভা জাবীন ৩৭. অর্পিতা শ্যামা দেব ৩৮. মাজহারুল ইসলাম ফকির ৩৯. সালেহ উদ্দিন সিফাত ৪০. মুশফিক উস সালেহীন ৪১. তাহসীন রিয়াজ ৪২. হাসান আলী খান ৪৩. মো. আব্দুল আহাদ ৪৪. ফয়সাল মাহমুদ শান্ত ৪৫. মশিউর রহমান ৪৬. আতিক মুজাহিদ ৪৭. তানজিল মাহমুদ ৪৮. আবদুল্লাহ আল মামুন ফয়সাল ৪৯. মো. ফারহাদ আলম ভূঁইয়া ৫০. এস.এম. সুজা ৫১. মো. আরিফুর রাহমান ৫১. কানেতা ইয়া লাম লাম ৫২. সৈয়দা আক্তার ৫৩. স্বর্ণা আক্তার ৫৪. সালমান মুহাম্মাদ মুক্তাদির এবং ৫৫. আকরাম হুসেইন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments