জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে সংলাপ ও নানা আয়োজন
মো. মনজুরুল ইসলাম (মনজু) : আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় দিনব্যাপী অনুষ্ঠানমালায়।
শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সংস্কৃতিজনদের নিয়ে বিকাল ৩.৩০ টায় একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় সংলাপ। জাতিসংঘ-কর্তৃক ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে ‘জাতীয় গণহত্যা দিবস’-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির “সংলাপ: গণহত্যার বিশ্ব-রাজনীতি ও বাংলাদেশ গণহত্যা: ভুলে থাকা সাংস্কৃতিক দায়” অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নিয়েছিলেন জাহিদ রেজা নূর, সিনিয়র সাংবাদিক; মাহবুবুল হক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; চঞ্চল আশরাফ, লেখক ও গবেষক; সিরাজ সালেকীন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাতিয়া বানু শুকু নাট্যকার, চলচ্চিত্র প্রযোজক; নূরুল আলম আতিক, লেখক ও চলচ্চিত্রকার; জাফর আহমদ রাশেদ লেখক, গবেষক, সম্পাদক; নজরুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন; নজরুল কবির জ্যেষ্ঠ সাংবাদিক; এন রাশেদ চৌধুরী চলচ্চিত্রকার, চলচ্চিত্র আন্দোলন কর্মী; জ্যোতিকা পাল জ্যোতি অভিনেত্রী; পরিচালক, গবেষণা ও প্রকাশনা বিভাগ, বাশিএ।
প্রবন্ধ উপস্থাপন করেন সেলিম মোজাহার অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ।
সভাপতি তার বক্তব্যে বলেন, ‘আমরা এ ধরনের সংলাপ নিয়ে আরো বসতে চাই, আমরা মনে করি আমাদের শিল্পী কবি সাহিত্যিকরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্মৃত হয় নি। শুধু একটি সেমিনার করার জন্য আমরা এই অনুষ্ঠান করিনি। আমাদের শক্তি একটাই, শিল্প নির্মাণ, আমরা এই জাতিকে মুক্তিযুদ্ধ ভুলতে দেবো না, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো।’
সন্ধ্যা ৭.১৫ মিনিটে উদ্বোধন করা হয় দেশের বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর। জাতীয় চিত্রশালার ১ নং গ্যালারীতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
১৯৭১ সালে রাজধানীতে সংগঠিত গণহত্যার স্থান গুলোর মধ্যে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৩ মার্চ ২০২৪ অনুষ্ঠিত আর্ট ক্যাম্প থেকে সংগৃহীত চিত্রকর্মগুলো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ২৫-৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে থাকবে গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী।
সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, আলোচক হিসেবে ছিলেন ড. আবু মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় সমবেত ও একক সঙ্গীত, কবিতা আবৃত্তি।