জন্ম-মৃত্যু
যেদিন তুমি এসেছিলে ভবে;
কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে।
চলে যাবে যেদিন তুমি;
হাসিবে তুমি, কাঁদিবে সবে।
যতদিন ছিলে ভবে, কী করিলে জীবনে;
তোমার কৃতি রয়ে যাবে ভবে।
পৃথিবী যতদিন; তোমার স্মৃতি ততদিন।
সৃষ্টি যদি না করিতো বিধাতা;
পৃথিবীর অমরত্ন স্বাদ বুঝিতে না তুমি।
ধন দিয়ে, মন দিয়ে;
পরীক্ষাস্বরূপ এ মহা বিশ্ব জগতে।
স্রস্টার সৃষ্টি শ্রেষ্ঠ তুমি; এ মহা বিশ্ব জগতে।
—মো. মনজুরুল ইসলাম (মনজু); ঘুনিপাড়া, নাগরপুর, টাংগাইল।