আন্তর্জাতিক সংবাদ

চীন শ্রীলংকার সবচেয়ে বিশ্বস্ত অর্থনৈতিক অংশীদার: প্রেসিডেন্ট দিশানায়েকে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি শ্রীলংকার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে চীন সফর করেছেন। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএনের সাংবাদিককে সে সময় তিনি একটি বিশেষ সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে দিশানায়েকে বলেন, শ্রীলংকা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু’দেশ বরাবরই সমঝোতা ও পরস্পরকে সমর্থন করে আসছে। চীন সরকার সর্বদা জনগণকে প্রথমে রেখে যে কোনো লক্ষ্য ও পরিকল্পনা প্রণয়ন করে। শ্রীলংকার নতুন সরকারও চীনের মত জনগণের সেবা করার উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। আমার এবারের চীন সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্পর্কে দিশানায়েকে বলেন, আমার মনে সি এমন একজন নেতা যিনি সর্বদা জনগণকে প্রথমে রাখেন, জনগণের কল্যাণের জন্য কাজ করেন, জনগণের স্বার্থে তার সমস্ত শক্তি উৎসর্গ করেন এবং জনগণের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্বে চীন বিভিন্ন সময়ে কষ্ট, ক্লেশ ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান সমৃদ্ধি বাস্তবায়ন করেছে। এছাড়াও নতুন জ্বালানি সম্পদ উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে চীন বিশ্বে সামনের সারিতে রয়েছে। নতুন জ্বালানি সম্পদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শ্রীলংকা আশা ও বিশ্বাস করে যে, চীন থেকে এ খাতে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ পেতে পারে।

দিশানায়েকে বলেন, বিশ্বের দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রীলংকা চীনের দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা থেকে শিখতে চায়। প্রেসিডেন্ট সি শ্রীলংকার কর্মকর্তাদেরকে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে স্বাগত জানিয়েছেন। আমিও চীনা গ্রামগুলোয় গিয়ে পরিদর্শন করতে চাই। বর্তমান চীন হলো শ্রীলংকার সবচেয়ে বিশ্বস্ত অর্থনৈতিক অংশীদার। শ্রীলংকা চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক যোগাযোগ জোরদার করতে চায়। বিশেষ করে, চীনে শ্রীলংকার রপ্তানি বাড়াতে চান তিনি। বিশ্বাস করা যায়, দুই দেশ পারস্পরিকভাবে লাভজনক এবং আরও দৃঢ় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে।

সবশেষে দিশানায়েকে সি চিন পিংয়ের উদ্যোগে বিশ্ব উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা ও বিশ্ব সভ্যতা প্রস্তাব এবং বিশ্বের বৈচিত্র্য সুরক্ষা প্রস্তাবের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্যোগগুলো অন্তর্ভুক্তিমূলক। তিনি মনে করেন, বিশ্বব্যাপী উদ্যোগগুলো বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments