আন্তর্জাতিক সংবাদ

চীন যৌথভাবে সংকটের মূল সমস্যার সমাধান করবে : মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, গত ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সাধারণ পরিষদে, ইউক্রেনবিষয়ক বিশেষ জরুরি সম্মেলনে বলেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সংলাপসহ যে-কোনো শান্তি-প্রক্রিয়াকে তার দেশ সমর্থন করে।

তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তি-প্রক্রিয়ায় অংশ নিয়ে, একে অপরের উদ্বেগকে আমলে নেবে এবং ন্যায়সংগত, স্থায়ী, ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন বের করবে বলে চীন আশা করে।
ফু ছোং আরও বলেন, ইউক্রেন বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ। তিন বছর ধরে, বিশেষ দূত পাঠিয়ে, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে যোগাযোগ বজায় রেখে আসছে চীন এবং ব্রাজিলের মতো গ্লোবাল সাউথ দেশগুলোর সাথে “শান্তি বন্ধু” গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

তিনি আশা করেন, ইউরোপ শান্তি স্থাপনে ভুমিকা রাখবে, যৌথভাবে সংকটের মূল সমস্যার সমাধান করবে এবং ইউরোপের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে। চীন অব্যাহতভাবে সংকটের রাজনৈতিক সমাধানের জন্য নিরলস প্রচেষ্টাও চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments