চীন-বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার
আন্তর্জাতিক ডেস্ক : ২৭ শে মার্চ গত বৃহস্পতিবার হাইনান প্রদেশের বোআওতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, উপ প্রধানমন্ত্রী তিং শুয়েই সিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাত্ করেছেন।
সাক্ষাতে জনাব তিং শুয়েই সিয়াং বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। এ বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর ও বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বাস্তব সহযোগিতা জোরদার করা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ আদান-প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে চায়।
জনাব ইউনূস বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান ও বিশ্বাস করে আসছে। বাংলাদেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ কাঠামোর অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে ধারাবাহিকভাবে সুসংহত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করতে চায়।
সূত্র : শুয়েই-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।