চীন-বাংলাদেশের মধ্যে রয়েছে ঐতিহাসিক বন্ধুত্ব
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণে স্বাগত জানায় চীন। গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এ কথা বলেছেন।
তিনি বলেন, বোআও এশিয়া ফোরাম গত (সোমবার) জনাব ইউনূসের সম্মেলনে অংশ নেওয়ার খবর প্রকাশ করেছে। এই সম্মেলনে চীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণকে স্বাগত জানায়। তিনি জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চলতি বছর হল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও বিনিময় জোরদার করে, যৌথভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের অব্যাহত উন্নয়ন এগিয়ে নিতে চায়।
সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।