আন্তর্জাতিক : চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২৬ মে (সোমবার) বেইজিংয়ে চীনে নিযুক্ত আফ্রিকান দেশগুলোর কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেন এবং যৌথভাবে ‘আফ্রিকা দিবস’ উদযাপন করেছেন। ৫০টির বেশি আফ্রিকান দেশের রাষ্ট্রদূত বা অস্থায়ী রাষ্ট্রদূত এবং চীনে আফ্রিকান ইউনিয়ন-এইউ’র প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।
ওয়াং ই বলেন, চলিত বছর চীন-আফ্রিকান সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২৫তম বার্ষিক। চীন-আফ্রিকান সম্পর্কের উলম্ফনমূলক উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। চীন আসন্ন ফোরামের ফলাফল কার্যকর ও সমন্বয়কারী মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সুযোগ হিসেবে নিয়ে উচ্চমানে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের মানদণ্ড স্থাপন করতে, বিশ্ব উন্নয়ন উদ্যোগের নমুনা তৈরি ও কার্যকর করতে, অব্যাহতভাবে আফ্রিকান জনগণের লাভ, সুখ এবং নিরাপত্তার অনুভূতি উন্নীত করতে এবং দ্রুততার সাথে চীন ও আফ্রিকার অভিন্ন আধুনিকায়ন বেগবান করতে ইচ্ছুক।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যত বেশি বিশৃঙ্খল ও অস্থির হবে, চীন ও আফ্রিকার তত বেশি ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। চীন বরাবরের মতো আফ্রিকান দেশের ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন দিয়ে, আফ্রিকার ঐতিহাসিক অবিচারকে কার্যকরভাবে সংশোধন করে এবং দৃঢ়ভাবে আন্তর্জাতিক মঞ্চে আফ্রিকাকে আরো বেশি ভূমিকা পালন করতে সমর্থন দেবে।
আফ্রিকান কূটনীতিবাদরা বলেন, আফ্রিকা-চীন ভাই-ভাই মৈত্রী আন্তর্জাতিক পরিবর্তনের মধ্য দিয়ে চলে আসছে এবং দীর্ঘকাল ধরে চীনের নিঃস্বার্থ সাহায্যের জন্য তারা ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ধারাবাহিক বিশ্ব উদ্যোগ এবং ‘দশটি অংশীদার কার্যক্রম’সহ বিভিন্ন কার্যক্রম আফ্রিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ নীতি অনুপ্রেরণামূলক ও আস্থাভরপূর। আফ্রিকান পক্ষ দৃঢ়ভাবে একচীন নীতিতে মনে চলে, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের ঐক্য বাস্তবায়নের জন্য চীনের সকল চেষ্টাকে সমর্থন দেওয়ার পাশাপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে এবং জাতিসংঘ সনদের লক্ষ্য, মৌলিক নীতি এবং বিশ্ব দক্ষিণ দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করতে ইচ্ছুক।
সূত্র:প্রেমা-হাশিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।