আন্তর্জাতিক সংবাদ

চীন ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর মধ্যে আদান-প্রদান ও সংলাপের সেতু স্থাপন করবে

[আন্তর্জাতিক ডেস্ক] ১৮ অক্টোবর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : ১৭ অক্টোবর চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ বিভাগের যৌথ উদ্যোগে ‘শান্তি, উন্নয়ন, নিরাপত্তা, যৌথভাবে অভিন্ন সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলা’ বিশেষ ফোরাম বেইজিংয়ে আয়োজন করা হয়। ২০২৪ সালে ব্রিক্স দেশগুলোর নেতৃবৃন্দের শীর্ষসম্মেলনের আগে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর বুদ্ধিজীবীরা এ ফোরামে উপস্থিত ছিলেন।

চীনের বৈদেশিক যোগাযোগ বিভাগের মন্ত্রী লিউ চিয়ান ছাও এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিও বার্তা পাঠিয়েছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলের নেতৃবৃন্দ, সরকারি প্রতিনিধি, বুদ্ধিজীবী ও মিডিয়া প্রতিনিধিরা অনলাইন ও অফলাইনে ফোরামে অংশ নিয়েছেন।
লিউ চিয়াও ছাও বলেন, ‘গ্লোবাল সাউথ’ দিন দিন উন্নত হচ্ছে, তা বিশ্বের অধিকাংশ সদস্যদেশের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ। চীন সবসময় ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সাথে রয়েছে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অনুরাগী ও অংশগ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করছে। ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব ও বৈশ্বিক সভ্যতা প্রস্তাব বাস্তবায়ন করা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নিরলস প্রচেষ্টা চালাবে।
সিএমজি’র মহাপরিচালক শেন বলেন, ‘গ্লোবাল সাউথ’ এখন যৌথভাবে উন্নত হচ্ছে। তিনটি বৈশ্বিক প্রস্তাব বাস্তবায়নে আরো উচ্চ কণ্ঠ দিতে চায়। চীন ও ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর মধ্যে আদান-প্রদান ও সংলাপের সেতু স্থাপন করবে সিএমজি এবং সংশ্লিষ্ট দেশগুলোর বুদ্ধিজীবীদের সহযোগিতার প্ল্যাটফর্ম প্রদান করবে। ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর বুদ্ধিজীবীদের সাথে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং বিশ্বের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও অগ্রগতির সুন্দর ভবিষ্যতে বাস্তবায়নে অবদান রাখতে চায় সিএমজি।
উল্লেখ্য, এ ফোরাম বিশেষ অনুষ্ঠান হিসেবে ১৮ অক্টোবর সিজিটিএন চ্যানেলে প্রচার করা হবে। [সূত্র : সুবর্ণা-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।]
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments