আন্তর্জাতিক : চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, সম্প্রতি আফ্রিকার বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
কেনিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদির সঙ্গে সাক্ষাতে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদ্বয় নতুন যুগে চীন-কেনিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কথা বলেছেন। চীন কেনিয়ার সাথে পারস্পরিক আস্থা বাড়াতে চায়।
জবাবে মুদাভাদি দু’দেশের মধ্যে পারস্পরিক কল্যাণ ও সুবিধার সহযোগিতা গভীরতর করার ব্যাপারে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন।
সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী ইয়াসিন ফলের সাথে বৈঠকে ওয়াং ই বলেন, চীনে দেশটির রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে, যা দু’দেশের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। চীন অব্যাহতভাবে আফ্রিকান ভাই-বোনদের সাথে চীনের নতুন উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে এবং আফ্রিকার বিভিন্ন দেশে আধুনিকায়ন বাস্তবায়নে সহায়তা দিতে ইচ্ছুক।
জবাবে ফল বলেন, চীনের সাফল্যের বিশ্বব্যাপী তাৎপর্য রয়েছে। তার দেশ অতিরিক্ত একতরফা শুল্কের বিরোধিতা করে এবং চীনের বাস্তব কার্যক্রমের মাধ্যমে বহুপক্ষবাদ অনুশীলনের প্রশংসা করে।
তাঞ্জানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাহামুদ সাবিতের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই বলেন, দু’পক্ষের উচিত দু’দেশের বন্ধুত্বপূর্ণ ঐহিত্যকে লালন করা, চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, উচ্চমানের বাস্তব সহযোগিতা বেগবান করাএবং আধুনিকায়ন প্রক্রিয়ায় একে অপরকে সহায়তা করা। জবাবে মাহামুদ সাবিত বলেন, দু’দেশের মৈত্রী দৃঢ় ও গভীর। তাঞ্জানিয়া ‘এক-চীননীতি’ মেনে চলে।
নামিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সালমা আশিপালা-মুসাভি’র সঙ্গে সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন দু’দেশের মৈত্রীর নতুন দিগন্ত উন্মোচন করতে আগ্রহী। দু’পক্ষের উচিত পরস্পরের উন্নয়ন-কৌশল সংযুক্তির কাজ জোরদার করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতার মান উন্নত করা, এবং শিল্পায়ন প্রক্রিয়া দ্রুততর করতে সহায়তা দেওয়া।
জবাবে মুসাভি বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম দু’পক্ষের পারস্পরিক সমঝোতা ও বাস্তব সহযোগিতা বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটি চীনের সাথে যোগাযোগ জোরদার করতে চায় এবং বিশ্বাস করে, এবারের সমন্বয়কারী সম্মেলন ফলপ্রসূ হবে।
এছাড়া, ওয়াং ই বোতসওয়ার পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাঙ্গোলার পররাষ্ট্রর সাথেও বৈঠকে মিলিত হন। সূত্র : প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।