“চির নিদ্রা”
বুকের বাম পাশটায়,
ব্যাথা হচ্ছে খুব।
জানিনা আসবে নাকি,
চির নিদ্রার ঘুম।
আমি যদি ঘুমিয়ে যাই,
চির দিনের তরে।
দোয়া করো আল্লাহর কাছে,
আমার নামটি ধরে।
ক্ষমা করে দিও বন্ধু ওগো,
যদি দিয়ে থাকি ব্যথা।
মানুষের তরে গল্প করো,
আমার সকল কথা।
মনে বড় কষ্ট নিয়ে,
আমি তাহলে গেলাম চলে।
তুমি আমায় দেখতে আইসো,
শেষ বিদায়ের আগে।
নয়ন ভরে দেইখো তুমি,
শব্দ কইরো না।
আমার কষ্ট একটাই শুধু,
বিদায়ের আগে তোমার দেখা পেলাম না।
লেখক পরিচিতি-
আমি সরোয়ার হোসাইন সবাই সবুজ নামেই ডাকে আমি একজন কবি ও আবৃত্তিকার,আমার মেয়ে সাফিয়া হোসাইন সারা ও আমার সাথে আবৃত্তি তে যুক্ত হয়েছে, আমার লেখা ও আবৃত্তির অনুপ্রেরণা যুগিয়েছে আমার স্ত্রী সীমা হোসাইন, আমার লেখা কয়েকটি পত্রিকায় প্রকাশ হয়েছে এছাড়াও রফিক সেলিম স্যারের লেখা ও আমার আবৃত্তি কৃত কবিতার সমন্বয়ে নৈঃশব্দ্যের নগরী নামে একটা বই ও প্রকাশ হয়েছে।