কভারেজ নিউজমফস্বল সংবাদ

চাটখিল-সোনাইমুড়ীতে ইরি-বোরো’র বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : চাটখিল-সোনাইমুড়ীতে ইরি-বোরো’র বাম্পার ফলনে কৃষকদের চোখে-মুখে আনন্দের হাসি। ইতোমধ্যে ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তীব্র তাপদাহে কৃষকদের স্বস্তি দিতে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের চাটখিল উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ধান সংগ্রহ করে কৃষকের ঘরে তুলে দিচ্ছে। কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, যথা সময়ে বৃষ্টিপাত হওয়ার ফলে পর্যাপ্ত পানি পাওয়ায় ভালো ফলন হয়েছে।
চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ আলম মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জানান, চাটখিলে চাষকৃত ৭ হাজার ৫৩০ হেক্টর জমির মধ্যে ৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ১ হাজার ২শ হেক্টর জমিতে উফশী জাতের ধান চাষ করা হয়। এতে ৩৫ হাজার ৪৪৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রাকৃতিক পরিবেশ অনূকুলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি উৎপাদন হবে বলে তিনি আশা করেন।
সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, সোনাইমুড়ীতে ১০ হাজার ১০ হেক্টর জমিতে ধানের চাষ হয়। এতে ৪৭ হাজার ৮৬ মেট্রিক টন্ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৪৭ হাজার ৯০ মেট্রিক টন ধান উৎপাদনের তথ্য রয়েছে। এটি আরো বাড়বে বলে তিনি আশা করেন।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments