কভারেজ নিউজমফস্বল সংবাদ

চাটখিলে চাহিদার চেয়ে অধিক গবাদি পশু রয়েছে

আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌর সভায় কুরবানির জন্য চাহিদার চেয়ে অধিক গবাদি পশু রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় এগ্রো ফার্ম ও গৃহ পালিত গবাদি পশু রয়েছে ১১ হাজার ২১৩টি। কুরবানির পশুর চাহিদা রয়েছে ১১ হাজার ২৪৫টি।
এছাড়া মৌসুমী ব্যবসায়ীদের আনীত গরু, মহিষ, ছাগল, ভেড়া এ বছর চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে। ফলে পশুর দাম অন্য বছরের তুলনায় এবার অনেকটা কম বলে ক্রেতা-বিক্রেতারা মনে করছে। পশুর হাট ঘুরেও দেখা যায়, আমাদের উপস্থিতিতে যেসব পশু বিক্রি হয়েছে এসব ক্রেতারা দাম নাগালের মধ্যে রয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলার পরকোট-দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান পশুর হাটে গিয়ে দেখা যায় হাজার-হাজার গরু ভর্তি মাঠটি। ক্রেতার চেয়ে গরুর সংখ্যা অধিক। ফলে দামে সস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতারা। তবে বিক্রেতারা বলছে শেষ পর্যন্ত তাদের অনেক পশু অবিক্রিত থেকে যাবে। কারণ চাহিদার চেয়ে গরু, মহিষ ও ছাগল কয়েক গুন বেশি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জানান, চাটখিলে বিভিন্ন এগ্রো ফার্ম ও গৃহে পালিত ৪৪৩৬টি ষাঁড়, ৬৮৩টি বলদ, ৩৬৮টি গাভী, ২৬টি মহিষ, ৫৬৫৭টি ছাগল, ৪৩টি ভেড়া রয়েছে। এছাড়া মৌসুমী ব্যবসায়ীদের আনীত গরু, মহিষ, ছাগল রয়েছে কয়েক লাখ। সব মিলিয়ে চাহিদার তুলনায় অনেক বেশি পশু রয়েছে বলে তিনি জানান।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments