চাটখিলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা অর্থদণ্ড
আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের সোবহানপুর বাজার এলাকায় কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মাটি ব্যবসায়ী তোফায়েল হোসেন (৩৮) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। রোববার (২৮এপ্রিল) বিকেলে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন -অর রশিদ বাহার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও চাটখিল থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান জানান, জনকল্যাণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।