বুলেটিন নিউজমফস্বল সংবাদ

চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রেরণ

সিনিয়র স্টাফ করেসপনডেন্ট : চট্টগ্রাম নগরী ও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত মিরসরাই-সীতাকুণ্ড-টহাজারী- রাউজান-ফটিকছড়ি-রাঙ্গুনিয়া-লোহাগড়া-সাতকানিয়া ও বাঁশখালী-পটিয়া-বোয়ালখালী উপজেলায় ইটভাটার নামে প্রকাশ্যে পাহাড় কেটে সাবাড় করছে পাহাড় খেকোরা। চট্টগ্রাম নগরের আসকার দীঘির পূর্ব পাড় ইস্পাহানি পাহাড়ের বিপরীতে একটি সংঘবদ্ধ দল টিনের ঘেরাও দিয়ে আজ দীর্ঘদিন যাবদ একটি পরিপূর্ণ পাহাড়কে প্রকাশ্যে দিবালোকে নির্বিঘ্নে কেটে যাচ্ছে। পাহাড় কাটার বিষয়ে সংবাদপত্রে সংবাদ প্রকাশ ও মহামান্য হাইকোর্টের পাহাড় কাটা বন্ধের নির্দেশনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন দিনের বেলায় পাহাড় কাটা বন্ধ করলেও প্রশাসনের চোখে ধূলা দিয়ে পাহাড় খেকোরা পাহাড় কাটা অব্যাহত রেখেছে। চট্টগ্রাম নগরী ও  আশপাশ উপজেলাতে জরুরি ভিত্তিতে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে ১৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন)  মো : আনোয়ার পাশা।

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন-এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা স ম জিয়াউর রহমান, মাসুদ রানা, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, লিটু সূত্র ধর, জে বি এস আনন্দ বোধি ভিক্ষু, মোহাম্মদ নূর, লাভলি ডিও, শারমিন আকতার, খুশি নিরব, তাজিন সুলতানা মিম, মো হাসান মুরাদ, মোহাম্মদ ইউসুফ।

স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন)  মো আনোয়ার পাশা বলেন, চট্টগ্রাম একটি নান্দনিক ও সৌন্দর্যময় এলাকা। পাহাড়, নদী ও সমুদ্র বেষ্টিত অপরুপ নগরী বিশ্বের আর কোথাও নেই। চট্টগ্রামের অপরুপ প্রাকৃতিক নিদর্শন পাহাড়গুলো কিছু অসাধু পাহাড় খেকোরা পাহাড় কেটে সাবাড় করছে এটা খুবই দুঃখজনক। পাহাড় কাটার বিরুদ্ধে চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামের প্রকৃতি রক্ষার দাবি সময়োপযোগী বলে আখ্যায়িত করেন। তিনি স্মারকলিপিটি বিভাগীয় কমিশনারের কাছে প্রেরণ করে যথাযথ আইনানুগ ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments