ইসলাম ধর্মধর্ম ও জীবনমফস্বল সংবাদ

ঘুনিপাড়া বড়বাড়ি বায়তুল আমান জামে মসজিদের ৯ম বার্ষিক ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঘুনিপাড়া বড়বাড়ি বায়তুল আমান জামে মসজিদ-এর উন্নয়ন কল্পে ৯ম ১ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল-২০২৪ মসজিদ প্রাঙ্গণে ৮ মার্চ অনুষ্ঠিত হইবে।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন, হযরত মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম, ইমাম ও খতিব, নর্থব্রক হল রোড জামে মসজিদ, বাংলাবাজার, ঢাকা; দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন আলহাজ্ব  মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আমিনী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, মদিনাতুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, নাগরপুর, টাংগাইল এবং তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন, হযরত মাওলানা হাফেজ মুফতি মো: ফজলুল করিম, ইমাম ও খতিব, ঘুনিপাড়া বড়বাড়ি বায়তুল আমান জামে মসজিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মো. হুমায়ুন কবির, স্বত্বাধিকারী ফুলকুঁড়ি পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব মো. নকিব উদ্দীন, পরিচালক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, কেন্দ্রীয় কমিটি; আলমগীর মল্লিক, প্রকাশক বাংলাবাজার, ঢাকা; মো. কায়কোবাদ খান (কে.বি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সলিমাবাদ ইউনিয়ন শাখা, নাগরপুর, টাংগাইল; মো: মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি, ঘুনিপাড়া নবযুগ স্পোটিং ক্লাব; মো. আলমগীর হোসেন, দয়াল মটর্স, ৫নং নর্থব্রক হল রোড, বাংলাবাজার, ঢাকা; মো: সোলাইমান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা; মো: আছির উদ্দিন, ইউপি সদস্য, ৭নং ওয়ার্ড সলিমাবাদ, নাগরপুর, টাংগাইল; মো: আরিফ খান, বিশিষ্ট ব্যবসায়ী, তেবাড়িয়া বাজার।

সভাপতিত্ব করবেন, মো: দেলোয়ার হোসেন (দিলু), সভাপতি, ঘুনিপাড়া বড়বাড়ি বায়তুল আমান জামে মসজিদ কমিটি।

মাহফিল পরিচালনায় মুহাম্মদ এনামুল হক।

মহিলাদের বসার সু-ব্যবস্থা রয়েছে এবং মুনাজাত শেষে তবারক বিতরণ করা হইবে। উক্ত ওয়াজ মাহ্ফিলে দলে দলে যোগদান করার আহ্বান জানান ঘুনিপাড়া বড়বাড়ি বায়তুল আমান জামে মসজিদ কমিটি।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments