বুলেটিন নিউজস্থানীয় সংবাদ

গ্রান্ড ফিনালে জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো

মো. মনজুরুল ইসলাম (মনজু) : জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো আমানসিম সাওতুল কোরআন-২০২৪, সিজন-৯ -এর  গ্রান্ড-ফিনালে অনুষ্ঠিত হয়।

৭ এপ্রিল (রোববার) বিকেল ৫টা ১০মিনিটে এসএ টিভিতে প্রচারিত হবে গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণীর ধারণকৃত এ অনুষ্ঠানটি।
গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী ।
জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেওয়া হয় নগদ ৩ লাখ টাকা, ১ম রানার্স-আপ ২লাখ টাকা, ২য় রানার্স-আপ ১ লাখ টাকা এবং ৩য় রানার্স-আপ অর্জনকারীকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এছাড়া সকলের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, পাগড়িসহ অন্যান্য গিফট হ্যাম্পার প্রদান করা হয়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments