গুনাহ মুক্ত জীবন করো দান
আঁপনি রহমান আমি নাফরমান,
আঁপনি গফফার আমি গোনাহগার।
অধম গুনাহ শেষে আপন মনে চিন্তার নীড়ে,
বাসায় মন, বলি শোন!
গুনাহে আমার যত অপমান অজস্র গুনাহ মাফে-
আঁপনার তত অবদান হে রহিম রহমান!
গুনাহ মুক্ত জীবন করো দান।
লেখক পরিচিতি : আমির হুসাইন ৬/৫/২০০২ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত ভাতশালা গ্রামে ক্বারী তাইজুদ্দিন রহ. এর পরিবারের জন্মগ্রহণ করেন। পিতা : আব্দুল কাদের মোল্লা। ছোট্টবেলার থেকে স্বপ্ন একটাই প্রিয় জেলা রাজবাড়ীকে লেখনি দিয়ে উজ্জ্বল করবে। ইতিমধ্যে তার লেখা গল্প, ছড়া, কবিতা, উপন্যাস ও হাতের সুনিপুণ কারুকার্যে (আর্ট) হাজার হাজার মানুষকে মুখরিত করেছে। তার লেখা বই এর মধ্যে অন্যতম ভালোবাসার শেষ ফল ও তুমি ধন্য হবে। লেখাপড়া: গ্রামে স্কুল থেকে মাধ্যমিক পাস করে মাদ্রাসায় ভর্তি হন। দীর্ঘ ১০ বছর লেখাপড়া করে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পূর্ণ করেন।