গাড়ি সামনে যাবে যত, ছড়াবে রং তত
নিজস্ব প্রতিবেদক : ‘রঙের গাড়ি’ জলরঙের সাংগঠনিক যান। গাড়ি সামনে যাবে যত, ছড়াবে রং তত। উদ্দেশ্য, নবীন আকিঁয়েদের আগ্রহী করা, একটি প্লাটফর্ম গড়া। প্রতিবছরের মতো এবারও ২৮-৩১ জানুয়ারি রঙের গাড়ি আয়োজন করে জলরং কর্মশালা। চার দিনের এই কর্মশালায় অংশ নেওয়া আঁকিয়েদের ভেতর থেকে সেরা পাঁচজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিজয়ীরা পান সম্পূর্ণ বিনা খরচে দার্জিলিং জলরং আর্ট ক্যাম্প-২০২৪-এ অংশ নেওয়ার সুযোগ।
৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় গ্রীন আর্ট স্কুল ৬৭ গ্রিন কর্নার গ্রিন রোড ঢাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন খ্যাতিমান শিল্পী বীরেন সোম, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী কামাল উদ্দিন ও ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ ।