আন্তর্জাতিক সংবাদ

গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করেছে চীনের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করেছে। কষ্টার্জিত যুদ্ধবিরতির ভেঙে ফেলার জন্য চীন দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলকে তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুর উন্মুক্ত সম্মেলনে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এ কথা বলেন।

ফু ছোং বলেন, সামরিক পন্থা ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের পথ নয়। ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাত ও ৪২ দিনের যুদ্ধবিরতির বৈপরীত্য স্পষ্ট করে দিয়েছে যে, নির্বিচারে বলপ্রয়োগ জিম্মিদের উদ্ধারের সঠিক উপায় নয়, বরং তাদের জন্য আরও বিপদ ডেকে আনতে পারে। চীন, ইসরায়েলকে বলপ্রয়োগের আতিশয্য ত্যাগ, অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজার বেসামরিক মানুষদের সম্মিলিত শাস্তি বন্ধ করার তাগিদ দেয়।

তিনি বলেন, যেহেতু যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো হয়েছে, তাই এটি সততা, বিশ্বাস ও গুরুত্ব সহকারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত, মাঝপথে চুক্তিটি পরিবর্তন বা ভঙ্গ করা উচিত নয়। চীন সংশ্লিষ্ট পক্ষ্যগুলোকে যুদ্ধবিরতি চুক্তি ব্যাপক ও ধারাবাহিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, এবং আশা করে ন্যায্য ও দায়িত্বশীল মনোভাব নিয়ে তৃতীয় পর্যায়ের চুক্তি ধারাবাহিক বাস্তবায়ন করার চেষ্টা করবে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, চীন মানবিক সাহায্যের সামরিকীকরণ ও রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করে। তিনি পুনরাবৃত্তি করেন ‘দুই-রাষ্ট্র তত্ত্ব’ ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের একমাত্র উপায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ‘দুই-রাষ্ট্র তত্ত্বের’ রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করা এবং এর জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা প্রদান করা।
সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments