খোকার সাধ
ইচ্ছে করে নীল আকাশে পাখির মতো উড়তে,
রকেট হয়ে গ্রহান্তরে যখন তখন ঘুরতে।
অথৈ জলের খুব গভীরে মৎস হতাম যদি,
সাঁতার কেটে দেখে নিতাম সমুদ্র আর নদী।
ইচ্ছে করে আঁধার রাতে জোনাক যদি হতাম,
মায়াবী এক আলোর খেলায় মন ভরিয়ে দিতাম।
ইচ্ছে করে এই ফাগুনের কচি পাতা হতে,
দখিন হাওয়ায় খাবো যে দোল সবুজ ধানের ক্ষেতে।
[লেখক : একরামুল হক দীপু; তারিখ-০৫.০৩.২০২৪]