“ক্ষুদ্র জীবন”
একটি শিশুর জন্ম হলে,
মিষ্টি বিলায় সবে।
দুই বছর কেটে যায় তারে,
বিছানায় পিশাব করিতে।
অপরাধ গুলো মোচন করে,
আজ সে অবুঝ বলে।
হেলায় খেলায় কাটিবে বছর,
চার পাঁচ তো হবেই।
যখন থেকে ছয়ে দিলো পা,
আজ থেকে তুই স্কুলে যা।
বয়স যখন ষোল হলো,
মনে তখন ফুল ফুটিলো।
তৃতীয় কোন ব্যাক্তিকে
ভালোবাসতে থাকলো।।
স্কুলে ছেড়ে উঠিলো কলেজে,
বাস্তবতা তখন বুঝে।
কেরিয়ার গঠনে ছুটিলো গতিতে,
এই দিকে তার বিয়ের বয়স চলে।
মেয়ের বাবা দেয়নি মেয়ে,
ছেলে আজ বেকার বলে।
অনেক কষ্ট করার পরে,
বিবাহ করিলো সবে।
কয়েক বছর যাওয়ার পরে,
চুলে কালার মারে।
বাচ্চা কাচ্চা নিলে পরে,
ব্যস্ত হয়ে পরে।
তাদের মানুষ করিতে,
গামছা বেধে নামে।
বয়স কিছু হয়বে পার,
জীবনটা হয়বে রোগে একাকার।
রোগের সাথে যুদ্ধ করে,
মৃত্যুর কুলে যায় যে হেলে।
কোন একদিন আসিলো তার দারে,
দেখা দিলো ব্যাক্তিগত ভাবে।
প্রাণ বায়ুটা চলে গেলে,
সকলে তাকে লাশ বলে।
এই ক্ষুদ্র জীবন হয়ে গেলো শেষ,
দাফন কাপন করিলো বেশ ।
যদি চাই মনে,
দোয়া করিবে তবে।
নয়তো সে চলে যাবে,
আপন গৃহে।
কবি পরিচিতি-
নামঃ- মনোয়ার হুসাইন নাঈম।
পিতাঃ- প্রফেসর রেজাউল করিম।
মাতাঃ- মোর্শিদা পার্ভীন।
জানুয়ারি ১৯ তারিখে ২০০৩ সালে বাতিয়াগাঁও নানার বাড়ীতে জন্ম গ্রহণ করেন।
প্রত্যিক নিবাস পশ্চিম কুমরী গ্রামে, বাজিতখিলা ইউনিয়নে, শেরপুর সদরে।