“ক্ষমা চাই”
তোমার ভয়ে আঁধারে কাঁদে কত বান্দা
ওরে আমার প্রিয় আল্লাহ,
কবর ঘরেতে একফোটা আলোর চিন্হ নেই
ছেড়েই দেয় সে ভবে ধান্দা।
পাপের পথে চায় না রে যেতে কেহ
মাটি খাইবে দেহ তাই,
তোমার রহমত ছাড়া পাবে না ছাড়
চোখের জলে ক্ষমা চাই।
ঘুমের ঘরে মরণ এলেই দুখ
নামায সাথী রোজ,
পাড়ের মাঝি তুমিতো আল্লাহ
করি সারাবেলা খোঁজ।
দেখলে তোমাকে ভরবে পরান
মনের খবর তুমি জানো,
শিশুরূপে মায়ের কোলে ধারণ
শেষে তোমার কাছে টানো।
শীতল ছাঁয়া দয়াতে তোমার
রাখো যতন করে,
ঝড়ের দিনে সাহস দিয়ে বাঁচাও
কোরআন দাও গড়ে।
শীতের তূরে অনেক দূর থেকে
ভালোবাসায় জেগে ওঠে,
অজুতে ভয় করে না মুমিন
মসজিদে যায় যে ছুটে।
কবি পরিচিতি-
জামান আহাম্মাদ আয়শা
পিতা মৃত -আইউব আলী
মাতা মোসাম্মাদ-আম্বিয়া বেগম
কবির স্ত্রী -আয়শা জামান হানি
কবির কন্যা-আফিয়া জামান হুমায়রা
কবির বড় ভাই -মোঃ দেলোয়ার হোসেন ব্যবসায়ী
বড় বোন-মোসাস্মাদ-নাসিমা আক্তার গৃহিণী
কবির ছোট বোন-মুনিয়া তপন শিক্ষক
কবির ২০২৪সালে বই মেলায় যৌথ কাব্যগ্রন্হ প্রকাশিত হয়, হৃদয়ে কষ্ট কবির কবিতায়
এবং মাসিক মৌমাছি এবং তিনি তৈমাসিক বুননের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি নিয়মিত অনলাইন ওঅফলাইনে লেখালেখি করছে। আল্লাহর রহমতে যতদিন ভবে বেঁচে রইবেন লেখালেখিতে লেগে থাকবেন। ইনশাআল্লাহ
জন্মস্হান- ৬২০ হুমায়রা জামান পল্লী, কুর্শ্বাখালী, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
স্হায়ী ঠিকানা -৬২০হুমায়রা জামান পল্লী, রাজশাহী। মোবাইল নম্বর-০১৭৭৭-৮৫৪২৬১