ক্যাব কর্তৃক টাংগাইলে ১২টি ইউনিটির মধ্যে ৯টি ইউনিটির নতুন কমিটি গঠন
টাংগাইল সদর প্রতিনিধি : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক টাঙ্গাইলে ১২টি ইউনিটির মধ্যে ৯টি ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়।
আজ ২৯ জানুয়ারি (বুধবার) ৯টি কমিটির অনুমোদন প্রদান করেন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মঞ্জু রাণী প্রামাণিক ও সাধারণ সম্পাদক মোঃ আবু জুবায়ের উজ্জ্বল।
জেলার ৯টি ইউনিটির মধ্যে রয়েছে মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর, নাগরপুর, মধুপুর, ধনবাড়ী, দেলদুয়ার, টাঙ্গাইল সদর ও পৌর ইউনিটি।
এসব কমিটিতে যারা আহবায়ক ও সদস্য সচিব হিসাবে রয়েছে তাদের মধ্যে হলেন, সদর উপজেলার আহবায় হুমায়ুন কবীর, সদস্য সচিব নূর মোহাম্মদ রিপন, পৌর কমিটিতে আহবায়ক রয়েছে মো মাসুদ রানা, সদস্য সচিব মো: শিপন মিয়া, দেলদুয়ারের আহবায়ক মোহাম্মদ শাহজাহান আলী খান, সদস্য সচিব প্রদীপ কুমার সরকার, নাগরপুর ইউনিটিতে রয়েছে মোঃ আব্দুল্লাহ খিজির, সদস্য সচিব জসিউর রহমান লুকন, মির্জাপুর উপজেলার আহবায়ক মফিজুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সখিপুরের আহবায়ক মাহমুদুল হাসান রিমন, সদস্য সচিব রাসেল আহমেদ, মধুপুর উপজেলা আহবায়ক এস এম শহিদ, সদস্য সচিব মো, লিটন সরকার, ধনবাড়ির মো: জহিরুল ইসলাম মিলন,সদস্য সচিব শহিদুল ইসলাম এবং ভূঞাপুর উপজেলায় রয়েছেন মো: মিজানুর রহমান ও সদস্য সচিব মাসুদুল হাসানসহ প্রতিটি ইউনিটিতে ১২ জন করে সদস্য রয়েছে।