ক্রীড়া জগৎ

কোপার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো বিলবাও

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট : ২ ভাই ইনাকি এবং নিকো উইলিয়ামসের গোলে ২৯ ফেব্রুয়ারি এ্যাথলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে দ্বিতীয় লেগে ৩-০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে এ্যাথলেটিক বিলবাও। এ নিয়ে ৫ মৌসুমে তৃতীয়বার কোপার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো বিলবাও।

ইনাকি ও নিকো একে অপরকে গোল করতে সহায়তা করেছে। তিন সপ্তাহ আগে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচে এ্যাথলেটিক ১-০ গোলে জয়ী হয়। ৬ এপ্রিল সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে মায়োর্কার মোকাবেলা করবে এ্যাথলেটিক।

নিকো বলেন, ‘ইনাকি ও আমার মধ্যে বোঝাপড়াটা দারুন। এই জয় আমরা ঘানায় আমাদের বাবা-মাকে উৎস্বর্গ করতে চাই। ঘানায় নিশ্চিতভাবেই পার্টি হচ্ছে।’

নিকো এবং উইলিয়ামসের বাবা-মা দুজনেই ঘানার নাগরিক। দুই ভাইয়ের জন্মের আগে তারা স্পেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কৃষ্ণাঙ্গ হিসেবে এ্যাথলেটিক বিলবাওতে খেলার সুযোগ খুব কম খেলোয়াড়ই পেয়েছে।

ইনাকি বলেন, ‘নিকো ও আমি এই ধরনের উদযাপন খুব একটা বেশী করতে পারিনি। আজকের রাতটা শুধুই আমাদের, আমরা সত্যিই দারুন গর্বিত।’

ছোট ভাই নিকোর নিখুঁত ক্রসে ১৩ মিনিটে দুর্দান্ত ভলিত এ্যাথলেটিককে এগিয়ে দেন ইনাকি। ৪২ মিনিটে ইনাকির লো ক্রসে ব্যবধান দ্বিগুন করেন নিকো। গত বছর সেমিফাইনালে ওসাসুনার কাছে হেরে বিদায়ের পর নিকোকে সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছিল।

প্রথম লেগে মেট্রোপালিটানোতে ১-০ গোলের হারের মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ঘরের মাঠে টানা ২৮ ম্যাচের জয়ের ধারা থেকে ছিটকে পড়ে  এ্যাথলেটিকো মাদ্রিদ। সূত্র : এএফপি

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments