“কোন এক সন্ধ্যা বেলায়”
বর্ষার আগমনী বার্তা নিয়ে এলো এই বৈশাখী সন্ধ্যা বেলায়
হঠাৎ ধমকা হাওয়া আকাশ মেঘাচ্ছন্ন,
ভীষন রকম ভারি ছিলো সে দিন।
মেঘলা আকাশ যেন কিছুক্ষণের মধ্যেই কাঁদবে অঝোর ধারায়
রাস্তার ধুলাবালি হয় তো আজকে আর উড়বে না,
আকাশে জলে থম থমিয়ে রবে।
পথের মানুষ গুলে ঘরকুনো রবে
আজিকে আর বেরুবেনা এ পথে,
আকাশের গর্জন শুনে ভয়ে থর থর,
গৃহ পালিত পশুপাখি ভয়ে করে চেঁচামেচি।
কে যাবে তাদের ফিরাতে এখন।
গৃহ বধু সন্ধ্যার আলো জ্বালিয়ে হাঁস মুরগী ঘরে তুলে,
গৃহপালিত কবুতর গুলো ভয়ে থর থর।
গৃহীনির ভয় কাটছে না কিছু তেই
বর্ষা এলো বৈশাখী রুপে বৈশাখের সন্ধ্যা বেলায়।
কখন জানি উড়িয়ে দেয় ঘরের চাল।
না জানি কোন সন্ধ্যায় কাল বৈশাখী জোয়ার এসে
ছিনিয়ে নেয় ভিটা মাটি ভয় শুধু ভয়।
বর্ষার শুরু থেকে সন্ধ্যা বেলায় ভয়ের বসবাস মনের ভেতর।
ঘুমহীন রাত্রি যাপন পুরোদমে বর্ষায়।
সন্ধ্যা বেলা তুমি এসো না আর ফিরে,,
তাহলে আমার সবই যাবে,
ওহে সন্ধ্যা এসোনা ফিরে।
কবি পরিচিতি-
নাম- নেয়ামত উল্লাহ
পিতা- আবু তাহের
মাতা- আলেকা বেগম।
গ্রাম- চর সাহাভি কারী
পোস্ট-কাছারী পুকুর
থানা- সোনা গাজী,
জেলা- ফেনী।