কুমিল্লায় ফাগুন ভ্যালেন্টইন’স এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠান
স্টাফ করেসপনডেন্ট : কুমিল্লা কান্দিরপাড় প্রাণকেন্দ্রে অবস্থিত প্লানেট এস আর শপিং মল ও ফোজিয়া এফ বি ফ্যাশনের আয়োজনে ফাগুন ভ্যালেন্টইন’স এক্সপো মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় বিভিন্ন আয়োজনে ভ্যালেন্টইন’স এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভ্যালেন্টইন’স এক্সপো মেলায় ৪৩টি স্টল অংশগ্রহণ করেন এবং চারদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য স্টল গুলো হল, ভাইয়া গ্রুপ, ফরিদ গ্রুপ, সৃষ্টিশীলা, এন্ড স্টুডিও, স্বর্ণ কুটির প্রপারটিজ, রোদেলা রংধনু, ফ্লোরা সেক এন্ড ব্যাক, মাভেনস্ বিউটি পার্লার, সুমিস্ কিচেন ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী ডা. তাহ্সীন বাহার সূচনা এবং ফারাহ্ নাজ ইসলাম, ফোজিয়া ইসলাম, এম ডি ইউসুফ, ফাতেমাতুজ জোহরা ও আয়োজক কমিটির সদস্যরা।