বুলেটিন নিউজমফস্বল সংবাদ

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন (সমিতি)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেখ মোঃ ইমরান, স্টাফ করেসপনডেন্ট, কাশিয়ানী, গোপালগঞ্জ : ১৪ এপ্রিল ২০২৪ খ্রি. পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ রবিবার সকাল ৯টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাজড়া বাজার সমিতির কার্যালয়ে (জাফর ডাক্তারের বিল্ডিং-এর ২য় তলায়) সমিতির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আবহমান বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান-এর আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন (সমিতি)-এর সভাপতি ডাঃ মোঃ আমিরুল ইসলাম জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান আলমগী-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ হাজীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক জনতা ব্যাংকের বাংকার ও খুলনা-৩ আসনের সাংসদ সদস্য এস.এম. কামাল হোসেনের বড় ভাই মোঃ আবুল কালাম আজাদ, সাবেক শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল (SSKMCH) গোপালগঞ্জ এর পরিচালক জনাব ড: মো: মানোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সোনালী ব্যাংকের ম্যানেজার ফেরদৌস আলম মনা শেখ, ঢাকা-৩ আয়কর আইনজীবী শফিকুর রহমান সাগর, সাবেক শিক্ষক ও ব্যাংকার এস.এম দাউদ হোসেন, মাজড়া আলহাজ্ব এ.জি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিয়ার রহমান, মাজড়া আলহাজ্ব এ.জি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবউল্লাহ সিকদার, কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কাশিয়ানী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ওমর হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য শেখ মোঃ ইমরান, আইনজীবী ও সাবেক শিক্ষক রবীন্দ্রনাথ দাস, সার্জেন্ট মিরাজ, মোঃ আমিরুল ইসলাম আমিনুর, মোঃ মুসা খান, সাখাওয়াত হোসেন মৃধা, আনিচুর রহমান সহ স্থানীয় অন্যানরা উপস্থিত ছিলেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments