কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)
স্বার্থ পেলেই যাবে ছেড়ে
মো.শফিকুল ইসলাম শফিক
ভালোবাসা বাসা-বাসি বিয়ের আগে প্রেম-
জীবন চলায় মস্ত-বড়__সহজ-হওয়া ভ্রেম।
সুখের তরে ভালোবেসে মিলবে নাকো সুখ-
মনের দামে মন-পাবে না ভাঙবে শুধুই বুক।
প্রেমের মাঝে সুখ-পাবে না থাকে দারুণ দুখ-
মান-কূলমান সব-হারাবে__পুড়বে শেষে মুখ।
স্বার্থ পেলেই যাবে ছেড়ে ভাঙবে তোমার মন-
খুব-সহজে সঙ্গে থাকার____ভুলবে করা পণ।