সাহিত্য আসর

“কল্পনার মায়াবিনী” ছোট গল্প

আমার বুকে ধুক ধুক করা শব্দগুলো কি
আদো তোমার মনে সাড়া দেইনা!
কেন বিষাদে ভরে দিলে এই কোমল মনটা,,,,!
পুড়ে ছায় হয়ে যাচ্ছে বুকের ভিতরে থাকা নীল প্রেমের হৃদয়টা,,,,। নারী তুমি সবকিছুই পারো।
এক আকাশ ভরা অভিমান নিয়ে ঠিকই একদিন হারিয়ে যাবো,কিন্তু সেইদিন তুমি আমাকে নয়, আমার দেওয়া কোমল মনের নীল প্রেমটা অঝোর ধারা বৃষ্টির ন্যায়ে কান্না করতে করতে পাগলের মতো খুঁজবে,,,, 😭 সেই দিন শুধু আফসোস করতে করতে তোমার চোখের পানি শুকিয়ে যাবে, তবুও আমাকে আর খুঁজে পাবেনা।
হারিয়ে যাবো দূর অজানায়,,, 😥😢😢
সাবধান! আমার জন্য যাতে বিন্দু পরিমাণও চোখের পানি না ঝরে,,,,। কল্পনার মায়াবিনী।

 

লেখক পরিচিতি-
মাসুম খান
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
ফোন নং- 01964120071

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments