সাহিত্য আসর

“কলম না “মা” যুদ্ধাস্ত্র দাও”

কলম নহে “মা” যুদ্ধাস্ত্র তুলে দাও
বাঁচবো না হয় বাঁচাবো যিশু
মোরা রক্ত স্রোতে ভাসবো মাগো
মরবো না হয় মারবো পশু।

রক্তের হোলি খেলে মাগো মরছে
না হয় তোর, নাড়ী ছেঁড়া ধন
মুসলিম উম্মার ঘরে নেই কি তোর
লক্ষ কোটি জিহাদি জন।

আগ্নেয়গিরির অগ্নিপাতে কতো
ছাই হয়েছে সোনার দেহ,
হয়তো আহ্নিক যঙ্গে ধ্বংস করবে
ওই আবু জেহেলদের কেহ।

“আকসা”- জুড়ে মানুষ পোড়ার
গন্ধ ছুঁড়ছে বুলেট বোমা কই?
মোরা মুসলিম জাহান চুড়ি পইরা
চুপটি করে ক্যামনে বসে রই?

কাঁদিস নে “মা” পুত্র শোকে আর
তোর ছেলেরা শহীদ নিবাস,
জুলুমের দায়ে রক্ত খাদক- ওরা
নরক রাজ্যের উলঙ্গ দাস!

শিক্ষা নীতির ঊর্ধ্বে যদি যুদ্ধনীতি হয়
কলম নয় মা স্টেনগানটা দাও,
নুর জাহানের- দস্যু দানব হত্যা করে
মোদের গঙ্গা স্নান করতে দাও।

 

কবি পরিচিতি:

কবি শামীমা আক্তার,বাবা- আসলাম খান(নুরুল ইসলাম), মা- ছাহেরা খাতুনের স্নেহধন্য। ২৪-১০-১৯৮৬ ইং তারিখে,তিনি মানিকগঞ্জ জেলা,সিংগাইর উপজেলা, জয়মন্টপ ইউনিয়নে অন্তর্গত রায়দক্ষিন গ্রামে সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। শ্যামলি আইডিয়াল মেডিকেল ইনস্টিটিউট থেকে “ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন” অর্জন করে-, “স্বভাব কবি” চাকুরি ও লেখালেখির মাঝে মগ্ন থাকেন। হাসিরা মেঘের আড়ালে, বিরহী ফাগুনের কবিতা, যে কথা হয়নি বলা, শব্দ শ্রমিকের কাব্য যৌথ কাব্য গ্রন্থে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments