সাহিত্য আসর

“কবি মুকলেছ উদ্দিনের জীবনী”

আমি মুকলেছ উদ্দিন । পিতা মরহুম আব্দুর রউফ। মাতা মরহুমা জুবেদা খাতুন । ১৯৫৫ই১১ এপ্রিল নেত্রকোনা জেলা মদন উপজেলায় কাই কুড়িয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করি।
পিত্রালয় একই উপজেলায় চানগাও ঠাকুরবাড়ি। ২ নং চানগাও ইউনিয়ন ওয়ার্ড নং ৮ দাদা মরহুম নজর আলী শাহ মহাভারত থাকাকালীন দেওবন্দ্ব পাস মৌলানা ছিলেন। চাচা সৈয়দ আলী সরকার তখনকার সময় কলকাতা থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করে কলকাতাতেই এক ভার্সিটির প্রভাষক ছিলেন। আমিও এলাকার একজন মানবতার কর্মী হিসেবে এলাকায় পরিচিত। আমি ১৯৬৯ এ এসএসসি পরীক্ষার্থী। আমি স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। আমার সহযোদ্ধা, টিম লিডার ও প্রশিক্ষকের সনদপত্র। অন্যান্য প্রমাণ দলিলাদি সহ উপজেলা কমান্ডারদের ও প্রত্যয়ন পত্র রয়েছে। আমার নিজ এলাকা মদন উপজেলা যেখানে১৭২ ঘন্টা ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল ।সেই ভয়াবহ যুদ্ধে আমি অংশগ্রহণ করি। ও কিশোরগঞ্জ তাড়াইল যুদ্ধে অংশগ্রহণ করি। আমার শ্রমে এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমি সেই বিদ্যালয়ে কিছু দিন শিক্ষকতা করেছি। আমি স্বভাব কবি।আমার একক প্রকাশিত বই ছয়টি তন্মধ্যে একটি মহাকাব্য ১৭০০ শত লাইন একটি কবিতায় ৮০ পৃষ্ঠায় ১ একটি বই
প্রকাশ থাকে যে ২১/২০২৫ ভাষা দিবস উপলক্ষে পাক নেত্রকোনা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি ফররুখ আহমদ স্মৃতি পদক ও সনদ গ্রহণ করি। লেখা অব্যাহত আছে ইনশাল্লাহ। আমি সকলের দোয়া প্রার্থী।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments