“এসেছে নতুন বছর”
এসেছে নতুন বছর পুরাতন ঠেলে
জরাজীর্ণ মুছে যাবে দুঃখ যাবো ভুলে
পুরাতন যত দুঃখ-গ্লানি,বেদনাওকষ্ট
ধুয়ে-মুছে সব যাক আর হবোনা নষ্ট।
আছে যত গরীব-দুঃখীএবং ভাগ্যাহত
তাদের পাশে থাকবো আমরা
খোঁজ খবর নিবো নিয়মিত।
পুরাতন সব জরা ভুলে তাদের দেখাবো পথ।
তাদের জন্য নিরাপদ ভূমি এই হোক শপথ।
পুরাতন সব ভুলবো তবে ভুলবোনা
পুরাতন মানব
সেরকম হলে আমরাও হবো পশুর মতো দানব।
স্নেহ-শ্রদ্ধায় কাটাবো মোরা এ নতুন বছর
ভালোবাসা ঘেরা হবে আমাদের প্রতিটি নতুন প্রহর।
লেখক পরিচিতি-
নাঈমা হক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা এম,মোজাম্মেল হক এবং মাতা তাহেরা হক।তিনি কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি,চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইচ.এস.সিএবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজতত্ত্ব বিষয়ে বিএসএস(সম্মান),এমএসএস ডিগ্রী লাভ করেন।বর্তমানে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রধান শিক্ষক ‘পদে কর্মরত আছেন।